বন্ধ রাখার ৩ দিনের মাথায় রোববার বিকাল থেকে বাস চলাচলের সিদ্ধান্ত হলেও কাভার্ডভ্যান-ট্রাক চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। দাবি না মানা পর্যন্ত কাভার্ডভ্যান-ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। রোববার রাজধানী ঢাকার সাতরাস্তায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।
শুক্রবার ভোর থেকে ডিজেলের বর্ধিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও ভাড়া বাড়ানোর দাবিতে সড়কে বাস-ট্রাক না চালানোর সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। মঙ্গলবার রাতে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়।
পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের দাবিগুলো হলো- ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্যসহ বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার। সেই সঙ্গে টোলের নামে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার চাঁদাবাজি বন্ধ করা।
আব্দুল মোতালেব জানান, তেলের দাম বাড়লে সব জায়গায় এর প্রভাব পড়ে। লোকসান দিয়ে গাড়ি চালাবো না। তাই পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। এদিকে ভাড়া বাড়ানোর দাবি মেনে নেয়ায় বাস চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
এমকে