সড়কে রয়েছে শৃঙ্খলার বড় সঙ্কট

২৪ অক্টোবর ২০২১

থামছে না সড়ক দুর্ঘটনা। বাড়ছে হতাহতের পরিসংখ্যান। গেল ৬ বছরে এ দুর্ঘটনা ঘটেছে ৩১ হাজার ৭৯৩টি, আর এতে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৮৫৬ জন, আহত হয়েছেন ৯১ হাজার ৩৫৮ জন- এ হিসাব যাত্রী কল্যাণ সমিতির। বেপরোয়া চলাচল, যানবাহনের ফিটনেস না থাকা, চালকের অদক্ষতা, লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহনের দাপট সর্বোপরি সড়কে বড় ধরনের শৃঙ্খলা সঙ্কট থাকায় ঘটেই চলেছে এ দুর্ঘটনা। এ শৃঙ্খলা সঙ্কটের কথা জানিয়েছেন খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন, সড়কে শৃঙ্খলার বিষয়ে ব্যর্থ হলে সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। সড়ক নিরাপদ রাখতে ও সড়ক দুর্ঘটনায় সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে বলে জানা গেছে।

গেল শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক আলোচনা সভায় মন্ত্রী ওবায়দুল কাদের জানান, কখনো দুই পরিবহন, কখনো ইজি বাইক ও নসিমন-করিমনের সংর্ঘষে প্রাণহানির ঘটনা ঘটছে। এজন্য দেশের ২২ সড়কে ইজিবাইক ও নসিমন-করিমন নিষিদ্ধ করা হয়েছে। যদিও এ নিষেধাজ্ঞা অনেক জায়গায়ই মানা হচ্ছে না। প্রতিদিন  সংঘটিত দুর্ঘটনার বেশিরভাগই মোটরসাইকেল, মোটরসাইকেল কোনো নিয়ম মানে না। দুই-জন চড়ে,  হেলমেট থাকে না। সড়কে শৃঙ্খলা আনাই সরকারের চ্যালেঞ্জ- এসময় উল্লেখ করেন কাদের। রাজধানী ঢাকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ সভা হয়।

সড়ক দুর্ঘটনায় যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সংঘটিত দুর্ঘটনায় ২০১৯ সালে ৩৮ হাজার কোটি টাকা, ২০২০ সালে ৩২ হাজার ৭৩৮ কোটি টাকা ও চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৯ হাজার ৭৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারের স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন সারাদেশে গড়ে ৬৪ জন প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছে  ১৫০ জনের বেশি মানুষ। এসব তথ্য পাওয়া গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামানের কথায়।গেল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর