খুলছে স্কুল-কলেজ

১২ সেপ্টেম্বর ২০২১

বন্ধের দেড় বছর পর আজ রোববার থেকে খুলছে প্রাথমিক-উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।  তবে সীমাবদ্ধতা রয়েছে পাঠদানে। ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান প্রতিদিনই হবে। বাকি একেক শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান হবে একেক দিন। তার আগে ৫ সেপ্টেম্বর এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে করোনাভীতি থাকলেও দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ক্লাস চালু হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিরাজ করছে উৎফুল্লতা। করোনার সংক্রমণ বিস্তার রোধকল্পে গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরবর্তীতে এ ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। ছুটির মধ্যে অনলাইনে পাঠদান কার্যক্রম চালু রাখে সরকার। আর ছুটি থাকাকালেই ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

অন্যদিকে শারীরিক উপস্থিতিতে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য খোলার আগেই প্রস্তুত করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের এ প্রস্তুতির নির্দেশনা আগেই দেয়া হয়। পাঠদানের জন্য একটি রুটিনও প্রণয়ন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে জানান, প্রতিদিন দুটি শ্রেণির তিনটি বিষয়ে পাঠদান চলবে, সর্বোচ্চ তিন ঘণ্টা হবে পাঠদান। পাঠদান শুরুর আগের ১০ মিনিট করোনার সচেতনতার বিষয়টি শিক্ষার্থীদের জানাবেন শিক্ষকরা। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের বিষয়েও একটি গাইডলাইন দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এমকে


মন্তব্য
জেলার খবর