চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৭ কোটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে। গ্রামের ও পঞ্চাশোর্ধ্ব লোকদের আগে দেয়া হবে এ টিকা। শনিবার জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এ সভা হয় সেখানকার জেলা ছাত্রলীগের আয়োজনে।
গ্রামের ও পঞ্চাশোর্ধ্ব লোকদের প্রাধান্য দেয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্রামেগঞ্জে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে, আর বেশি মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব লোকের।
টিকার বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক জানান, পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকে এ টিকা দেয়া হবে। ইতোমধ্যে পৌনে দুই কোটি টিকা দেয়া হয়েছে। করোনা থেকে সুরক্ষিত থাকতে এ সময় মাস্ক পরা ও সামাজিক দুরুত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন। বক্তব্য দেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পৌর মেয়র মো. রমজান আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রমূখ।
এমকে