মৃত্যু ২৩৫, শনাক্ত ১৫ সহস্রাধিক

০৩ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায়  দেশে করোনা আক্রান্ত  ২৩৫ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন করোনা রোগী। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে  এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ৩৯৭ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি। শনাক্তের হার ১৬ দশমিক ৪১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৫৭ হাজার ২৯৭টি, নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪০ জন, নারী ৯৫ জন।বিভাগ ভিত্তিক ঢাকায় ৭৩ জন, চট্টগ্রামে ৬৫ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৩২ জন, বরিশালে আটজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ১২ জন করে রয়েছেন । সরকারি হাসপাতালে ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাড়িতে  ১৫ জন মারা গেছেন।বাকি একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর