গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪৬ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন করোনা রোগী।শনাক্তের হার ২৯ দশমিক ৯১।সোমবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ১৬২ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ আট হাজার ৭৪৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি। শনাক্তের হার ১৬ দশমিক ৩২।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৫৫ হাজার ৯৩৭টি,পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৭ জন আর নারী ১০৯ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৭৬ জন, চট্টগ্রামে ৬৪ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ৩০ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ১৪ জন, রংপুরে ১৪ জন আর ময়মনসিংহে ১০ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, বাড়িতে ১৫ জন মারা গেছেন।বাকি একজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়।
এমকে