গত ২৪ ঘণ্টায় দেশে একক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে- ১৬ হাজার ২৩০ জন। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ২৩৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল গত ২৬ জুলাই- ১৫ হাজার ১৯২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগীর নমুনা সংগৃহীত হয়েছে ৫৬ হাজার ১৫৭টি, পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। শনাক্তের হার ৩০ দশমিক ১২। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪৯ জন, নারী ৮৮ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ৭০ জন, চট্টগ্রামে ৬২ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৩৪ জন, বরিশালে ৯ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ৭ জন। সরকারি হাসপাতালে ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৫৭ জন এবং বাড়িতে ১৩ জন মারা গেছেন।
এমকে