বজ্রসহ বৃষ্টি হতে পারে

২৪ জুলাই ২০২১

পরবর্তী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ। রোববার সকাল ৯টায় পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

 

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির এলাকা হিসেবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে।আর ভারি বর্ষণ হিসেবে দক্ষিণাঞ্চলের কথা জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদফতর বলছে, সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ তার কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয়। এমকে


মন্তব্য
জেলার খবর