আসন্ন ঈদুল আজহায় কোরবানি করা পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার-প্রচারণা চালোনোর সিদ্ধান্ত হয়েছে।কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা বা অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে করণীয় বিষয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।
সভায় জানানো হয়, এ জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে চার লাখ কপি প্রচারপত্র সব সিটি করপোরেশন, পৌরসভা, পরিবেশ অধিদফতরের বিভাগ ও জেলা কার্যালয়, জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ অন্যান্য সংস্থার মাধ্যমে সারা দেশে বিতরণ করা হবে।পরিবেশ অধিদফতর ফেসবুক বুস্টিং এবং মোবাইলে মেসেজের মাধ্যমে এ সংক্রান্ত বার্তা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে করণীয় সম্পর্কে জুম্মার নামাজে বক্তব্য রাখতে ঈমামদের প্রতি আহবান জানানো হয়েছে।পাশাপাশি সরকার বেসরকারি টিভি ও বেতারে এ সংক্রান্ত তথ্য সংবলিত বার্তা ও স্পেশাল বুলেটিন প্রচারে ব্যবস্থা নেয়া হবে।
এমকে