আড়াই-তিন গুণ বেড়েছে অক্সিজেনের চাহিদা

০৮ জুলাই ২০২১

দেশে  স্বাভাবিক সময়ের চেয়ে করোনাকালে অক্সিজেনের চাহিদা আড়াই থেকে তিন গুণ বেড়েছে। আর বর্তমানে করোনা রোগীর  সংখ্যা বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের পক্ষে সামাল দেয়া চ্যালেঞ্জিং হবে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, স্বাভাবিক সময়ে দেশে ৫০ থেকে ৭০ মেট্রিক টন অক্সিজেনের চাহিদা থাকে।  তিনি জানান, বিদ্যমান পরিস্থিতিতে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো ও জনবল পুনর্বণ্টনের বিষয়ে মনোযোগ দিয়েছেন তারা। ফিল্ড হাসপাতাল স্থাপনের বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে ফিল্ড হাসপাতালও করা হবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর