দায়িত্বে থাকবেন চেয়ারম্যানরাই

৩০ জুন ২০২১

করোনার কারণে দেশের মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পিছিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যানরাই তাদের ইউপিতে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পর্যন্ত তদের বহাল রাখার কথা মঙ্গলবার এক পরিপত্র জারির মাধ্যমে জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পরিপত্রে জানানো হয়েছে, প্রশাসনিক অসুবিধা দূর করতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক এ নির্দেশনা দেয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরিপত্রে আরো বলা হয়, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়াতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর