মন্তব্য
শিগগিরই দেশের সব জায়গায় চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হবে।যথাসময়ে টিকাদানের তারিখ জানিয়ে দেয়া হবে। সোমবার নিজেদের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
দেশে বেশ কয়েকটি কোম্পানির টিকা দেয়া হয়েছে উল্লেখ করে মুখপাত্র রোবেদ আমিন বলেন, এখন চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ফাইজারের টিকা দেয়া হচ্ছে। ঢাকা শহরে গত ২১ জুন ২৪০ জনকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।তাদেরকে সাত দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি কোনো অসুবিধা না হয়, অথবা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তাহলে পরবর্তীতে বাকি টিকা ঢাকার ভেতরে দেয়া হবে।
এমকে