মন্তব্য
করোনাকালে দেশের ৬৪ জেলায় দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর জন্য ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৩৩৩ নম্বরে ফোনে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, লবণ ও আলু ইত্যাদি) দেয়া হবে । সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের জেলার অনুকূলে বরাদ্দকৃত অর্থ ইউনয়ন ওয়ারি উপ-বরাদ্দ প্রদান করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ বরাদ্দ দেয়া হয়।
এমকে