মৃত্যুর পর শনাক্তেও রেকর্ড

২৯ জুন ২০২১

আগের দিন রোববার সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর পরের দিনেই জানালো সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের কথা।সোমবার স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আট হাজার ৩৬৪ জন করোনা রোগী। এর আগে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল গত ৭ এপ্রিল,  ৭ হাজার ৬২৬ জন। রোববার মারা যায় ১১৯ জন করোনা রোগী।

এদিকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়লেও সাধারণ মানুষের মধ্যে কম লক্ষ্য করা যাচ্ছে করোনাভীতি। বাড়ির বাইরে তাদের একটা অংশ এখনও মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন।বাজার-ঘাটেও লক্ষ্য করা যাচ্ছে ভীড়। অন্যদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে সংক্রমণের শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বর্তমানে তিনদিনের সীমিত আকারে লকডাউন চলছে, সরকার-বেসরকারি অফিস ও পন্যবাহী যান, রিকশা এবং জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকার কথা বলা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে সর্বাত্বক লকডাউন। তখন পন্যবাহী যান ও জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ করে দেয়া হবে।এ লকডাউন মেনে চলাতে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  

এদিকে স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০৪ জন। সন্দেহভাজন করোনা রোগীর নমুনা  সংগৃহীত হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি, পরীক্ষা  হয়েছে ৩৫ হাজার ৫৯টি। শনাক্তের হার ২৩ দশমিক ৮৬।

এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে আট লাখ ৯৬ হাজার ৭৭০ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন, নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। শনাক্তের হার ১৩ দশমিক ৭১ । মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩৬ জন।  সরকারি হাসপাতালে  ৮২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে ৭ জন মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর