প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবারো করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের
সংখ্যাও বেড়ে গেছে। কাজেই সবাই একটু সাবধানে থাকবেন। করোনা সম্পর্কিত
স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু
জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ প্রদান অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন
প্রধানমন্ত্রী।
নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের
পরিবারকে নিরাপদে রাখবেন। সেটা আমার বিশেষ অনুরোধ। তিনি বলেন, তার সরকার
বিশ্বাস করে- এ অবস্থা মোকাবিলা করতে পারবে। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন
সরকারের। এ সময় করোনা মোকাবিলায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে তার
সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তার সরকারের সময় পতিত
জমিতে চাষাবাদ এবং কৃষকের ভাগ্যন্নোয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে
ধরেন শেখ হাসিনা।
এমকে