মানুষের হাসিই আমার কাছে বড়: প্রধানমন্ত্রী

২১ জুন ২০২১

ঘর পাওয়া মানুষের হাসিই নিজের কাছে বড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেশের ভুমি ও গৃহহীন ৫৩ হাজার ৩৪০ পরিবারকে জমিসহ ঘর উপহার দেয়ার সময় এ কথা জানান। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে দেশের ভুমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির মালিকানাসহ দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রথম ধাপে জানুয়ারিতে প্রায় ৭০ হাজার গৃহহীন মানুষকে এ ঘর উপহার দেন। তার আগে প্রধানমন্ত্রী ঘোষণা দেন- মুজিববর্ষে দেশে কোনো মানুষ গৃহ ও ভূমিহীন থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। তার পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছে তার সরকার।  বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, এ জন্য তার সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। ঢাকায় বস্তিবাসীদের ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট করে দেয়া হচ্ছে।

তার সরকার অর্থনৈতিক নীতিমালায় তৃণমূলকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের খাদ্য, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর