ঘর পাচ্ছেন ৫৩ হাজার ভূমি-গৃহহীন পরিবার

২০ জুন ২০২১

দেশের ৪৫৯ উপজেলার হতদরিদ্র, ছিন্নমূল ও গৃহহীন ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমিসহ দুই কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আজ রোববার এ উপহার দেয়া হবে। এসময় তাদেরকে জমির দলিলও দিয়ে দেয়া হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আশ্রয়ণ-১ প্রকল্পের আওতায় প্রায় ৭০ হাজার পরিবারকে জমিসহ এ ঘর দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন-মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। তার এ ঘোষণা অনুযায়ী জমিসহ এ ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, স্বামী ও স্ত্রীর যৌথ নামে  জমিসহ ঘর প্রদান করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরো এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর