২৪ ঘণ্টায় ৬৭ করোনা রোগীর মৃত্যু

২০ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন করোনা রোগী।শনিবার  স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনের। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৪৬৬ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন। ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৫।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত  হয়েছে ১৬ হাজার ৯৪৭টি, পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৯৪টি। ১৮ দশমিক ০২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং নারী ৩৩ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৪ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন। সরকারি হাসপাতালে  ৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন এবং বাসায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর