২৪ ঘণ্টায় প্রাণহানি ৩৯

১৩ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬৩৭ জনের।করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর  জানায়,এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে আট লাখ ২৪ হাজার ৪৮৬ জনের। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭১ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২৪ জন। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ ।  

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৬৬১টি,পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯০টি। শনাক্তের হার ১৪ দশমিক ১২।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ১৩ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ১০ জন, চট্টগ্রামে  ছয়জন, রাজশাহীতে সাতজন, খুলনায় ১১ জন, বরিশাল ও রংপুরে দুইজন করে আর সিলেটে  একজন আছেন। সরকারি হাসপাতালে  ৩৩ জন, বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাড়িতে তিনজন মারা গেছেন ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর