জাতিসংঘকে এগিয়ে আসার আহবান বাংলাদেশের

১৭ মে ২০২১

ফিলিস্তিনের সঙ্কট সমাধানে এগিয়ে আসতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। রোববার (১৬ মে) ওআইসি’র নির্বাহী কমিটির বৈঠকে এ আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিরীহ ফিলিস্তিনি জনগণ ও আল আকসা মসজিদ প্রাঙ্গণে বোমা বর্ষণের মতো সন্ত্রাসী কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আহবান করা হয়।

ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্রন্ত্রী আরো বলেন, আল-কুদস আল-শরিফ ও গোটা প্যালেস্টাইনের ওপর সহিংস আক্রমণ করা হচ্ছে। এ বিষয়টি নিয়ে নিরাপত্তা কাউন্সিলের কাজ করা উচিৎ। জাতিসংঘ রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ ও কোয়ার্টার রোডম্যাপ নির্ধারিত পথে প্যালেস্টাইনের সঙ্কটের সমাধান চায় বাংলাদেশ।

এমকে


মন্তব্য
জেলার খবর