ঈদের ছুটি শেষ

১৬ মে ২০২১

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষ হয়েছে শনিবার। সে হিসাবে আজ রোববার খুলছে অফিস, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার। এদিকে করোনার সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদ ১৬ মে মধ্যরাতে শেষ হলেও আগামীকাল সোমবার থেকে পরবর্তী সাতদিন আবারো একই ধরনের বিধিনিষেধের আওতায় থাকবে দেশ। আগের শর্তেই চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জরুরি সেবা ছাড়া আগের শর্তে সরকারি, বেসরকারিসহ স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। গত বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের  ছুটি শুরু হয়। শুক্রবার উদযাপিত হয় ঈদ।

জানা গেছে, ছুটি কাটিয়ে রোববার অফিস করবেন চাকুরের। বিশেষ করে যারা ঈদের ছুটিতে ঢাকায় ছিলেন, তারা এ দিন অফিসে যাবেন। আর যারা বিভিন্ন উপায়ে বা কৌশলে রাজধানী ছেড়ে গ্রামে গেছেন, তাদের ঢাকায় ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে। ফলে অফিস শুরুর দিনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। প্রথম কার্যদিবসে চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

এমকে


মন্তব্য
জেলার খবর