মৃত্যু ৩৩, শনাক্ত ১২৩০

১২ মে ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৩০ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন।মঙ্গলবার (১১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত লাখ ৭৬ হাজার ২৫৭ জনের করোনা শনাক্ত  হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৫ জন, সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন। ৫৬ লাখ ৬১ হাজার ৯২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৩২টি, পরীক্ষা হয় ১৪ হাজার ১৮৪টি।  শনাক্তের হার ৮ দশমিক ৬৭।মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ,নারী ১২ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে একজন, বরিশালে একজন, সিলেটে তিন জন ও রংপুরে দুই জন; সরকারি হাসপাতালে ২১ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাড়িতে দুই জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর