গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৮ জন করোনা রোগী।শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৭০ হাজার ৮৪২ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৮৩৩ জন, সুস্থ হয়েছেন সাত লাখ ৪ হাজার ৩৪১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৯৯ হাজার ২৭৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৩২৯টি,পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৩টি। শনাক্তের হার ৯ দশমিক ৪৯ । মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ১৪ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১৯, চট্টগ্রামে ১১ জন, রাজশাহী ও সিলেটে দুই জন করে এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহে বিভাগের একজন করে আছে। সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ০৮ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।
এমকে