ঈদ উপলক্ষে জীবনের ঝুঁকি নিয়ে ছোটাছুটি না করে যে যেখানে আছেন, সেভাবেই ঈদ উদযাপন করতে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান।
দুস্থদের একটু সহযোগিতা করতে সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনার সময়ে বেঁচে থাকলে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবেই। করোনা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, সে জন্য সবার কাছে আমার অনুরোধ- আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে না পারলেই আপনারা করবেন না। কারণ এ যাতায়াতটা করতে গেলেই কে যে সংক্রমিত হবেন, আপনি জানেন না। কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে- অনেক লোককে করোনা সংক্রমিত করবে, তখন তাদের জীবন নিয়ে সমস্যা দেখা দেবে। সেটা যাতে না হয় সেজন্যই আমরা কিন্তু যাতায়াত সীমিত করার পদক্ষেপ নিয়েছি।
এমকে