এক বছরেই ঘুরে দাঁড়িয়েছে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
০৯ অগাস্ট ২০২৫

শেখ হাসিনার সরকারের সময় ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রিজার্ভ দ্রুত নামতে থাকে। করোনা পরবর্তী সময়ে অতিমাত্রায় আমদানি ব্যয় অর্থপাচারের কারণে নামতে থাকা এ রিভার্জ ২০২৪ সালের আগস্টে এসে আইএমএফের বিপিএম৬ হিসাব পদ্ধতিতে দাঁড়ায় ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে। কিন্তু জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্র্বতীকালীন সরকার নানা পদক্ষেপ নেওয়ায় সেখান থেকে এক বছরে রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়। সাধারণ হিসাবে  রিজার্ভের পরিমাণ এখন প্রায় ৩০ দশমিক ০৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ থেকে বড় কোনো পরিশোধ করা হয়নি। বরং এখন অতিরিক্ত ডলার কিনে বাজারে মুদ্রা সরবরাহ করছে  কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি আয় রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ রিজার্ভ পুনর্গঠনে মুখ্য ভূমিকা রেখেছে। রিজার্ভের এমন অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে অর্থনীতিবোদ্ধারা।

শুধু রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রেই নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈধপথে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়া এবং খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচনেও ভালো পারফর্ম্যান্স দেখিয়েছে বর্তমান সরকার।

প্রাপ্ত তথ্যানুসারে, রাজনৈতিক সহিংসতা অনিশ্চয়তার কারণে রেমিট্যান্স প্রবাহ প্রায় স্থবির হয়ে পড়লেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এ ক্ষেত্রে প্রবাসীদের আস্থা ফিরতে শুরু করে। বর্তমান সরকারের উদার নীতি ও রেমিট্যান্সে প্রণোদনার প্রভাবে ঘুরে দাঁড়ায় রেমিট্যান্স প্রবাহ। ফলে গত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটাই সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

ওদিকে গত আগস্টেও যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ,  সেখান থেকে কমে গেল জুনে এসে দাঁড়ায় দশমিক ৪৮ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন নেমে আসে গেল জুনে, দশমিক ৩৯ শতাংশ। যদিও জুলাইয়ে এ দুই ক্ষেত্রে মুল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্যে জানা গেছে।

একাধিকবার নীতি সুদহার বৃদ্ধি, আমদানির বিধিনিষেধ শিথিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক হ্রাসসহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি  মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর