শোক ও ত্যাগের মহিমাময় দিন পবিত্র আশুরা আজ

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৫

হিজরী পঞ্জিকা অনুযায়ী আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের কাছে এক শোকাবহ তাৎপর্যপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে নানা ঐতিহাসিক ঘটনার কারণে ১০ মহররম দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আজ দেশে সরকারি সাধারণ ছুটির দিন। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস আলাদা বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টার বাণীতে বলা হয়েছে- পবিত্র আশুরা জুলুম অবিচারের বিপরীতে সত্য ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি সাহস জোগায়। বাণীতে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি অব্যাহত অগ্রগতি কামনা করেছেন প্রধান উপদেষ্টা।

 

ইতিহাস অনুযায়ী, এ দিনেই সর্বশক্তিমান আল্লাহ তায়ালা আরশ, কুরসি, লওহ, কলম, আসমান জমিন সৃষ্টি করেছেন। প্রথম মানব হজরত আদম (.)-কে দিনেই সৃষ্টি করা হয়।  শয়তানের প্ররোচনায় ভুল করার পর তাকে এ দিনেই পৃথিবীতে পাঠানো হয় ও পরে আল্লাহর প্রতিনিধি নির্বাচিত করা হয়। দিনে মহান আল্লাহ তায়ালা হজরত মুসা (.) তার অনুসারীদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। সেই সঙ্গে জালিম ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। ছাড়া হজরত নূহ (.)-এর মহাপ্লাবনের পর নৌকা দিনেই নোঙর করে। শত বিধিনিষেধের মধ্যে হজরত ইব্রাহিম (.)   দিনেই জন্মগ্রহণ করেন। সবচেয়ে মর্মান্তিক ঘটনা কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) তার সঙ্গীরা শাহাদাত বরণ করেন এ দিনেই। এমন তাৎপযপূর্ন কারণে বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত এ দিন।

এদিকে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরাও আজ নামাজ, রোজা, ইবাদত বন্দেগি, দান-খয়রাত জিকির-আসকারের মাধ্যমে দিনটি অতিবাহিত করছেন। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে আলোচনা সভা দোয়া মাহফিল হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর