আগামী মাস থেকে শুরু হবে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। তাছাড়া এবার দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে চালের দাম খুব শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে।
শনিবার (৫ জুলাই) এসব কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। যশোর সার্কিট হাউজের সভাকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় এসব কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, এটা সত্য যে চালের দাম কিছুটা বেড়েছে। কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এবার ৫৩ লাখ পরিবারকে আনা হয়েছে। এ কর্মসূচি শুরু হলে দ্রুতই সুফল মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, খাদ্য মজুতের বর্তমান স্থিতিশীলতা বজায় থাকলে শিগগির চালের বাজার সহনীয় হয়ে উঠবে। কোনো সিন্ডিকেট থাকলে সেটা ভেঙে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কিন্তু কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এমনভাবে কমানো যাবে না দাম।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে