সরকারি যে কোনো পদে চাকরির জন্য অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আইবাসের মাধ্যমে এনআইডির ভিত্তিতে বেতন হয়, আইবাসে বেতন হওয়ার জন্য এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর। জনপ্রশাসনের সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যেও এনআইডি বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংবাদ সম্মেলনে জানান হয়, কোনো কোনো অফিস এনআইডি ঠিক না হলে বেতন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বলেছে। তখন তারা আইবাসে যায়, আইবাস থেকে তাদের জানানো হয়, তাদের কিছু করার নেই। তখন তারা নির্বাচন কমিশনে আসেন। এখানেও অনেক সময় সরাসরি সংশোধন করা যায় না। অনেক সময় নিষ্কৃতিও দেওয়া যায় না।
হুমায়ুন কবীর বলেন, চাকরির ক্ষেত্রে যারা এনআইডিকে গুরুত্ব দেয়নি, তাদেরকে চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে ডাকা হয়েছিল। সব সংস্থা যেন ভবিষ্যতে এনআইডি অনুসরণ করে, সেটা আমরা চেয়েছি। তারা বলেছেন, যাদের বেতন-ভাতা আটকে গেছে, কর্তৃপক্ষের পক্ষে যদি বেতন-ভাতার ব্যবস্থা করা যায়, সে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে