দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে গত চার মাসে সেনাবাহিনীর একজন অফিসার নিহত ও ৯ অফিসারসহ মোট ১২২ জন সদস্য আহত হয়েছেন। এ সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোট ২৪টি অবৈধ অস্ত্র এবং ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার বনানীর সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদবির অফিসারদের সরকার থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, সে ক্ষমতার সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্যরা সচেষ্ট রয়েছে। অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সেনাসদস্যরা দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি এবং ১৮টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। এছাড়া কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, যৌথ অভিযানে ২২৮ জন মাদক কারবারি ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ১ হাজার ৩২৮ জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে