মাঠপর্যায়ে সরেজমিনে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা যাচাই-বাছাইয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হতাহতদের তালিকা যাচাই-বাছাই করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সভাপতি এবং জেলা সিভিল সার্জনকে সদস্য-সচিব করা হয়েছে।
শুক্রবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকাটি পূর্ণাঙ্গ করতে সরেজমিনে মাঠ পর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন। তাই মাঠপর্যায় থেকে তালিকা সরেজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা যেতে পারে।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার, পরিচালক/তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতাল, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক (২ জন), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এ কমিটি ১৪ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা স্বাস্থ্য সেবা বিভাঠে পাঠাতে হবে। তালিকায় কেবলমাত্র গণ-অভ্যুত্থানের পক্ষে শহীদ ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে