রাজধানী ঢাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতাধীন নগর পরিবহনের রুটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম শেষে বিষয়টি জানান পদাধিকার বলে কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. মুহ. শের আলী।
প্রশাসক ড. মুহ. শের আলী বলেন, রোডগুলো বিশেষ কারও জন্য বা বিশেষ কোনো পরিবহনের জন্য আমরা বরাদ্দ রাখতে চাই না। যে কোনো উপায়ে রুটগুলোতে শৃঙ্খলিতভাবে গণপরিবহনগুলো চলাচল করুক, সেটাই আমরা চাই। এ জন্য দরকারি সবগুলোই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনসংখ্যার ভিত্তিতে কোন রুটে কতক্ষণ পর পর কয়টি বাস চলাচল করবে, সে বিষয়ে আরো বিস্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নগর পরিবহন সাধারণ মানুষের চলাচলের জন্য আরো কতটা আধুনিক এবং যাত্রীবান্ধব করা যায়, সে সব বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা।
ভাড়া সমন্বয়ের বিষয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রশাসক। বলেন, এ বিষয়ে কারো কোনো অভিযোগ অথবা পরামর্শ থাকলে সেক্ষেত্রে পরবর্তী সভায় সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে