যত্রতত্র ও সন্ধ্যা ৬টার পর বালু উত্তোলন করা যাবে না

২০ জানুয়ারী ২০২২

দেশে যত্রতত্র বালু উত্তোলন করা যাবে না, করতে হবে নির্দিষ্ট বালুমহাল থেকে। আর কোনোভাবেই সন্ধ্যা ৬টার পরে বালু উত্তোলন করা যাবে না। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকৌশলীদের নিয়ে বালুমহাল চিহ্নিত করতে বলা হয়েছে তাদের। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী ফারুক।

প্রতিমন্ত্রী ফারুক জানান, সারা দেশে অবৈধ বালু উত্তোলনের হিড়িক চলছে। এটা বন্ধ করতে না পারলে নদী থেকে নিজেদের রক্ষা করতে পারবো না। কারণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ লোহা দিয়েও নির্মাণ করলেও সেটিও একসময় ঢলে পড়বে। নির্মাণাধীন বাঁধ ভেঙে পড়বে। তিনি জানান, দেশে ড্রেজিং ম্যাটেরিয়ালস নিয়ে একটি নীতিমালা প্রণয়ন হচ্ছে। এতে বালু উত্তোলনের সময়টা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বেঁধে দেওয়া হবে। নীতিমালাটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের উন্নয়নমূলক প্রকল্প চলমান রাখার জন্য বালুর প্রয়োজন হবে। কিন্তু তার জন্য যত্রতত্র বালি উত্তোলন করলে চলবে না। তিনি জানান, বালু উত্তোলন বন্ধের পাশাপাশি ও নদীর তীরবর্তী বাঁধগুলোতে অবৈধ স্থাপনা যেন গড়ে না ওঠে  ও উঁচু স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ডিসিদের নজর দিতে বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর