প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহযোগিতা কর‌তে আগ্রহী ইইউ

নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৪

প্রতিরক্ষা নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তারা। সোমবার (১০ জুন) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ কখনো তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি। এ জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের মোট দেশীয় উৎপাদনের তুলনায় মোট ঋণ ৩৭ শতাংশের বেশি নয় বলেও জানান তিনি।

চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের যে অবস্থা, এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সন্তুষ্ট। বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে  তারা। ১০ বছরের আগের বাংলাদে আর বর্তমান বাংলাদেশের চিত্র ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। জানান, বর্তমান বাংলাদেশের নেক উন্নয়ন চোখে পড়ার তো, বিশেষ রে আইটি মেডিকেলসহ বিভিন্ন খাতে উন্নতি করছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর