চুরি ঠেকাতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৪

ঈদুল আজহায় রাজধানী ঢাকার বাসা-বাড়ি, মার্কেট, বিপনি-বিতানে চুরি ঠেকাতে নগরবাসীকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। জনসচেতনতার জন্য বিভিন্ন মসজিদে শুক্রবার (৭জুন) জুম্মার নামাজের সময় পরামর্শ দেওয়া হয়।

ডিএমপি সদর দপ্তরের উপ-কমিশনার (ক্রাইম) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরামর্শগুলোর মধ্যে রয়েছে- বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপন। আগের সিসি ক্যামেরা সচল আছে কি না, সেটা চেক করা। চোর রাতে বাসার পেছনের অংশ দিয়ে জানালা ভেঙে চুরি করে। তাই বাসার পেছনেও সিসি ক্যামেরা রাখতে হবে।

বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে। নগদ টাকা কিংবা স্বর্ণালংকার ব্যাংক কিংবা  আত্মীয়দের কাছে রাখতে হবে।  মাস্ক, ক্যাপ বা একসঙ্গে মুখে মাস্ক মাথায় ক্যাপ পরা অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯- ফোন দিতে হবে।  মোটরসাইকেলসহ যানবাহন চুরি রোধে অ্যালার্ম লাগাতে হবে। লকে স্টিলের তৈরি মেরিন অ্যাংকর চেইন ব্যবহার।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর