তাপপ্রবাহ কেটে গেছে, সারাদেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৪

সারাদেশে আজও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত দেশে কোথাও তাপপ্রবাহ চলমান নেই। এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে। আর  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে সোমবার (২১ মে)  এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী ময়মনসিংহের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়  দমকা বা ঝড়ো হাওয়া থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে সেটা ক্রমে শক্তিশালী হয়ে  নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর