৩৮ দিনে বজ্রপাতে ৭৪ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৪

দেশে গত এপ্রিল থেকে মে পর্যন্ত ৩৮ দিনে বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই কৃষক। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ জনের মধ্যে এপ্রিল মাসে মারা গেছেন ৩১ জন। মে মাসের আটদিনে মারা গেছেন ৪৩ জন। এপ্রিলে ২০ জন পুরুষ ১১ জন নারী এবং মে মাসের আটদিনে ৩৪ জন পুরুষ জন নারী বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন।  ৭৪ জনের মধ্যে ৩৫ জনই কৃষক।

বৃহস্পতিবার ( মে) ধান কাটায় ব্যস্ত কৃষকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালনকালে প্রতিবেদন প্রকাশ করে এসএসটিএএফ। সংগঠনটি মাঠে কাজ করার সময় বজ্রাঘাত থেকে নিজেদের রক্ষায় কৃষককে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে।

পরামর্শ হিসেবে বলা হয়েছে- আকাশে কালো মেঘ দেখার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বৃষ্টির সময়ে গাছের নিচে অবস্থান না করা। এবং খোলা আকাশের নিচে কাজ করার সময় পায়ে জুতা পরিধান করা। আর মাঠে থাকা অবস্থায় বজ্রপাত হলে শুয়ে পড়া।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর