ঝড়-বৃষ্টি হতে পারে আট বিভাগে

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৪

দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গ বজ্রপাত বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। বুধবার (৮ মে) বিকাল ৪টা পরবর্তী ৭২ ঘণ্টার ( দিন) পূর্বাভাসে এ কথা জানিয়েছেন  আবহাওয়া অধিদফতর।

এদিকে বৃহস্পতিবার রাত টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা আছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর