প্রথম ধাপে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মাঝামাঝির মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার ( মে) বিকাল ৫টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সঠিক সংখ্যাটি আরো কিছু সময় পর জানা যাবে।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি। এর আগে সকাল আটটা থেকে বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত এ ধাপের ভোট গ্রহণ করা হয়। এ ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হয়।

সিইসি জানান, পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে ভোট অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কিছু-কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সেগুলো খুবই সীমিত। নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন। সে কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর