চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি বিদ্যুতের : সংসদে নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৪

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি। গত ৩০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তবে  করোনা পববর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। তাছাড়া তাপদাহে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে।

মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ।  মন্ত্রী আরও জানান, গরমের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বৃদ্ধির ওপরও জোর দেওয়া হচ্ছে। অচিরেই দেশের সবাইকে নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সরকার সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর