কেটে গেল তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৪

টানা ৩৭ দিন পর দেশ থেকে তাপপ্রবাহ কেটে গেছে।  বর্তমানে বিদ্যমান ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী ১৪ মে পর্যন্ত থাকতে পারে। আগামী ২০ মে পর্যন্ত তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার ( মে) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্টরা।

গত ৩১ শে মার্চ দেশে শুরু হয়েছিল তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতরের হিসাবে, সোমবারও দেশের গোপালগঞ্জ, যশোর চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খেপুপাড়ায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপপ্রবাহ শুরুর পর দেশের বেশিরভাগ অঞ্চল খরার মুখে পড়ে। বৈশাখ মাসেও দেখা যায়নি ঝড়-বৃষ্টি। দেশের তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। জনজীবনের অস্বস্তি চরম আকারে রূপ নেয়। হিটস্ট্রোকে  বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটে।

ওদিকে মে মাস শুরুর পর ঝড়-বৃষ্টির দেখা মেলে। ফলে কমতে থাকে তাপপ্রবাহের তীব্রতা এর বিস্তৃতি।

 

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর