৩ দিন পর কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৪

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তার আগে আগামী তিনদিন পর থেকেই কমতে শুরু করতে পারে দেশের তাপমাত্রা।  মূলত বৃষ্টিপাত বৃদ্ধিতে ফলে তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে রোববার (২৮ এপ্রিল) এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিদ্যমান তাপপ্রবাহ এ সময়ে অব্যাহত থাকতে পারে। বর্তমানে যশোর, খুলনা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা নীলফামারী জেলাসহ অবশিষ্টাংশে তীব্র তাপপ্রবাহ; ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ৩০ এপ্রিলও চট্টগ্রাম সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র  আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর