২৯ এপ্রিল তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৪

বৈশাখের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ। বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হচ্ছে। এদিকে  আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২৯ এপ্রিল সারা দেশে দিনের তাপমাত্রা কমে যেতে পারে। এটা রাতেও অব্যাহত থাকতে পারে। আর আগামী দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সারা দেশে। পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে শনিবার (২৭ এপ্রিল) তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্তমানে দেশের যেসব জেলা ও অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একই ধরণের আবহাওয়া বিরাজ করতে পারে ২৮ এপ্রিলেও। ২৯ এপ্রিল সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র  আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর