সব থানায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৪

ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের থানা, পুলিশের সব স্থাপনা এবং অস্ত্র-গোলাবারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের সব ইউনিটকে পুলিশ সদর দফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সব থানায় কমপক্ষে তিনটি সেইন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। রাতের ডিউটিতে একজন ইন্সপেক্টরকে রাখতে হবে। ওসিরা থানা এলাকার বাইরে গেলে ডিসিদের অনুমতি নিতে হবে। থানা কিংবা পুলিশের যে কোনো স্থাপনায় হামলার শিকার হলে প্রতিহতের বিষয়ে করণীয় সম্পর্কেও নির্দেশনা  দেওয়া হয়েছে। পাশপাশি বাইরে কারও দেওয়া খাবার গ্রহণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিরত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি বান্দরবানে পুলিশ আনসার সদস্যদের অস্ত্র লুট করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা । এ ঘটনার পরই এ সতর্কবার্তা দিল সদর দফতর।

পুলিশ সদর দপ্তরের অপারেশনস বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বান্দরবানে অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সব ইউনিটে অ্যালার্ম প্যারেডের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা নিয়মিত কার্যক্রমের অংশ বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর