দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪

 

আগামী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরও জানানো হয়েছে, এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাছাড়া চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গা যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র; টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর