উপজেলায় ভোট ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার মতে, উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে জানুয়ারি সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ব্যর্থ হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন। সিইসির সভাপতিত্বে এ বৈঠকে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোট নির্বিঘ্ন ও সুষ্ঠু করার তাগিদ দিয়ে সিইসি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। দেশে গণতন্ত্র আছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর