গরমের ছুটি কাটিয়ে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা দেয় সরকার। সেই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী রোববার (২৮ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি  শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয়, সে সব কার্যক্রম সীমিত থাকবে।

এছাড়া প্রজ্ঞাপনে জানোনো হয়েছে, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং নতুন কারিকুলাম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত  প্রতি শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

 

এদিকে সারাদেশে চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে হিট অ্যালার্টের সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এপ্রিলে আর তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর