এপ্রিলে তাপপ্রবাহ দুর হওয়ার সম্ভবনা নেই

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৪

সারা দেশে চলমান তাপপ্রবাহ সহসাই প্রশমিত হচ্ছে না। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পরবর্তী ৭২ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে। এদিকে নতুন করে হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কতা) সময় বৃহস্পতিবার থেকে আরও তিনদিন বাড়ছে। আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। তবে মে মাসের ২-৩ তারিখের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবারের তুলনায় বুধবার এসে সারাদেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই। চলমান তাপপ্রবাহ মে মাসের - তারিখ পর্যন্ত চলতে পারে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে। এর আগে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে এতে তাপপ্রবাহ দুর হওয়ার সম্ভাবনা নেই। তবে ৩০ এপ্রিল পর্যন্ত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার লক্ষণ আপাতত নেই।

 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে মোংলায় ৪১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর