আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪

টানা কয়েকদিন ধরে প্রায় সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য মুখিয়ে আছে মানুষ। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

 

হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে। মুহূর্তে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলায়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে ময়মনসিংহ, মৌলভীবাজার রাঙ্গামাটি জেলাসহ ঢাকা, রংপুর বরিশাল বিভাগ এবং রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্টাংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর