৪ অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড় হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪

ঢাকাসহ দেশের চারটি অঞ্চলে ঝড় হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। ঝড়ের সম্ভাবনা থাকায় এসব অঞ্চলের নদীবন্দরকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকা ছাড়া বাকি অঞ্চলগুলো হচ্ছে- ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট।

এদিকে সোমবার (২২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০. ডিগ্রি সেলসিয়াস। খুলনা, যশোর চুয়াডাঙ্গায় এ তাপমাত্রা বিরাজ করে। আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২. ডিগ্রি সেলসিয়াস, রেকর্ড হয় চুয়াডাঙ্গা জেলায়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর