গরম আরও বাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এতে অতি তীব্র তাপপ্রবাহ কেটে গেছে। এদিকে মঙ্গলবার থেকে গরম আরও বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তাছাড়া সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি  হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনা, যশোর চুয়াডাঙ্গায়। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

ওদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ডিগ্রি সেলসিয়াস । এছাড়া পাবনার ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর